রাজমহলের বাঙালি ফারাও

180.00

হৃষীকেশ বাগচীর ছোটোগল্পের সংকলন।

মিশরের সম্রাট আখনাটনের সঙ্গে কি বাংলার কোনও যোগাযোগ ছিল? কোনোদিন কি তিনি এসেছিলেন এখানে? এমন প্রশ্ন ঐতিহাসিকদের দিক থেকে উঠতে পারে কি না বলা যায় না। তবে অনৈতিহাসিক কল্পনার বিস্তারে তা নিয়ে লেখা হতে পারে গল্প। এই সংকলনে ‘রাজমহলের বাঙালি ফারাও’ তেমনই এক অসম্ভব আখ্যান। অথবা ‘অতল কুয়ো’ নামের গল্পটি সম্রাট অশোককে নিয়ে লেখা হলেও মালিনী নামের এক নারীই সেখানে উজ্জ্বল হয়ে ওঠেন শেষ পর্যন্ত। যে গল্প অতীত থেকে বর্তমানে এসে সেই মানবিকতার কথা বলে যা এখনকার নানা কলহদীর্ণ পৃথিবীতে যেন এক স্বপ্ন। প্রকৃত মানুষ সেই স্বপ্নই দেখতে চায়। শুধু এমনই নয়। দশটি গল্পের এই সংগ্রহে রয়েছে এমন সব গল্প যা কখনও সুদূর অতীতের আবার কখনও বা সুদূর ভবিষ্যতের কথা বলেছে। বাস্তবের চেয়ে বিপুল ও তীক্ষ্ণ কল্পনাই তার প্রধান চালক। প্রতিটি গল্পের বিষয় এমনই যা সাধারণভাবে গল্প বলার পথেই যায়নি। ফলে পাঠকের কাছে এইসব গল্প গড়ে তুলবে এক অভূতপূর্ব জগৎ। সময় ও কালকে ছুঁয়ে, প্রবৃত্তি ও প্রযুক্তিকে স্পষ্ট করে, সম্ভব ও অসম্ভবের সীমারেখা মুছে দিয়ে সেই জগৎ নিবিড় কোনও ভাবনায় পৌঁছে দিতে পারে পাঠককে। মনোযোগী পাঠক যে গল্পের সন্ধানে থাকেন, এই সংকলন তেমন গল্পের সমাহার।

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজমহলের বাঙালি ফারাও”

Your email address will not be published. Required fields are marked *