৪৩ বছর বয়স হয়ে গেল গল্পমেলার। কলকাতার সাংস্কৃতিক বৃত্ত থেকে দূরে চন্দননগরের বুকে গল্পপাঠ এবং আলোচনার এই আয়োজন শুরু হয়েছিল মুখচোরা এক নবীন গল্পলেখকের উদ্যোগে। সেদিনের সেই অপরিকল্পিত এই সভা যে চার দশক পেরিয়ে বাংলার সাহিত্যচর্চার মানচিত্রে একটা স্থায়ী জায়গা করে নেবে সেটা কারোরই কল্পনায় ছিল না।
বাংলা ছোটোগল্পের সম্ভাবনাময় নানা কলম নানা সময়ে গল্পমেলায় গল্প পড়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন, পুরস্কৃত হয়েছেন গল্পমেলার বার্ষিক অধিবেশনে। শুরুর দিন থেকে এই পর্যন্ত গল্পমেলার অনুপুঙ্খ বিবরণ এই বইয়ের দুই মলাটে উঠে এসেছে গল্পমেলার প্রাণপুরুষ গৌর বৈরাগীর কলমে।
Be the first to review “সময় চিহ্ন”