শৌভ চট্টোপাধ্যায়ের (১৯৮৩ -) জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার শিবপুরে। পড়াশোনার সুবাদে কিছুদিন লাখনৌতে বসবাস। বর্তমানে, কর্মসূত্রে দিল্লির বাসিন্দা। প্রায় দেড় দশক যাবৎ কবিতা লিখছেন। এ-যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা চার— ‘অনন্ত-র ঘরবাড়ি, হাতিঘোড়া ও অন্যান্য’ (২০০৯, ডি কোং), ‘মুনিয়া ও অন্যান্য ব্যূহ’ (২০১৩, নতুন কবিতা), ‘মায়াকানন’ (২০১৬, সৃষ্টিসুখ), এবং ‘নিঃশব্দে অতিক্রম করি’ (২০১৯, শুধু বিঘে দুই)। যুক্ত ছিলেন ‘অবসরডাঙা’ ও ‘ব্রজী’-নামক দুটি পত্রিকার সঙ্গেও।