প্রথম গল্পগ্রন্থ ছিল ‘স্টারডাস্ট’। সৃষ্টিসুখ থেকে তাঁর পরের গল্প সংকলন ‘আমার রাত্রিসুখ’ আরও বেশি তীক্ষ্ণ, আরও স্মার্ট এবং বৈচিত্র্যময় — একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করে নিতে পেরেছেন সরিৎ চট্টোপাধ্যায়। বিশ্লেষণ সেখানে বুদ্ধিদীপ্ত, বর্ণনা প্রাঞ্জল। তাঁর গল্পের বিষয় প্রেম, মানুষের সম্পর্কের আটপৌরে টানাপোড়েন থেকে শুরু করে ব্রেক্সিটের গোপন ইতিহাস বা হানিট্র্যাপে যুঝতে থাকা ডিপ্লোম্যাট হয়ে পৌঁছে যায় হার্ডকোর সাই ফাই-এ। একই গল্পে একাধিক মাত্রা যোগ হওয়ার ফলে সেগুলো একাধিকবার পড়ে নিতেই হবে।
বইটির নির্বাচিত অংশ নিচে রইল।
[dflip id=”3496″][/dflip]
Be the first to review “আমার রাত্রিসুখ”