জানালাটা খুলে দিলে ও-বাড়ির আজে বাজে কথা,
আগাডুম বাগাডুম, হেঁয়ালি মেয়ালি আরো, যথাঃ
মাসিমার কাপড়টা ফাটা কেন, আঁচলের কাছে,
ওটা কার লাল রঙা জাঙিয়া শুকায় জবা গাছে,
ফিসফাস, কানাঘুষো, বড়োবাবু কেন যান ট্যুরে,
সব ঘরে ঢুকে যাবে, তখন তো মাথা যাবে ঘুরে!
কী হবে এসব জেনে? এখনি ভঙ্গ দাও রণে—
জানালা ভেজান থাক, জানালা খুলো না অকারণে।
==========
রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়-এর ছড়া আর কবিতা সোশাল মিডিয়ার মাধ্যমে আমরা পড়ে থাকি মাঝেমধ্যেই। সৃষ্টিসুখ প্রকাশন থেকে তাঁর বাছাই করা কিছু কবিতা ও ছড়া দিয়ে প্রকাশিত হতে চলেছে ‘আর পাগলামো নয়’ বইটি। কবির মতে– “এ বইতে কিছু লেখা আছে যার মাথামুন্ডু কোনও অর্থই আমার বোধগম্য নয়। পাঠক-পাঠিকা কেউ যদি সেই অর্থ বুঝে আমাকে জানাতে পারেন তো আমি চিরকৃতজ্ঞ থাকব।” যাঁরা রজতশুভ্রবাবুকে তাঁর কবিতার অর্থ বোঝাতে উৎসুক আর যাঁরা এমনিই বইটা সংগ্রহ করতে চান, তাঁরা এই লিংকে বইটি অর্ডার করতে পারেন।
Be the first to review “আর পাগলামো নয়”