‘এক জীবনের কথা’ উপন্যাসে একজন মানুষের কাহিনির সঙ্গে জড়িয়ে গেছে স্বাধীনতা এবং দেশভাগের ইতিহাস। মুখ্য চরিত্রের তারুণ্য রক্তাক্ত হয়ে উঠেছিল দেশভাগের বেদনায়, দাঙ্গার আঘাতে। তারপর কালের প্রবাহে সেই তরুণ পূর্ব পাকিস্তানের পুলিশ বিভাগে যোগ দিলেন। মধ্যবিত্তের নীতিবোধের সঙ্গে কর্তব্যের সংঘাত, দেশের রাজনৈতিক অস্থিরতা — এসবের মধ্যেই এগিয়ে এল বাংলাদেশের জন্মমুহূর্ত। এক কথায় অনবদ্য একটি বই।
Be the first to review “এক জীবনের কথা”