প্রতিটি শ্বাস বুকে ছুরির মত প্রবেশ করছে
কেউ শুনছে না, কারুর খেয়াল পর্যন্ত নেই
হাত ভর্তিক্ষত, হৃদয় ভরা ঘা
মিথ্যে হাসি ঝুলিয়ে কেউ হাজার মাইল চলে যেতেই পারে
তবুও যন্ত্রণা থাকে
কিন্তু আমি সেই সুতোয় বাঁধা কাঠের পুতুলের মত চলেছি
আর চারপাশের প্রবল হৈচৈ আমার ওপর ঝড়ের মত আছড়ে পড়ছে।
মাথার ভেতরে পেরেক ঠোকার মত
ওই সাদা কোলাহল আর সহ্য করতে পারছি না
আলোর উল্টোপিঠে আমি হারিয়ে যেতে চাইছি
বেমালুম ভুলে যেতে চাইছি নিজেকে
মৃত সূর্যর গায়ে ধুলোকণা হয়ে মিলিয়ে যেতে চেয়েছি।
Be the first to review “এরিসেডের আয়না”