রান্নাঘর নেই সত্যি, কারণ কবিতার বইটিতে সমগ্র ভুবনটাকেই কবি আপন বলে মনে করেছেন। মানুষের সাথে মানুষের সম্পর্ক, তারও আবার সীমা-পরিসীমা কি থাকা উচিত? কবির কবিতায় বারবার উঠে এসেছে শাকাহারের কথা। আর কবি নিজেও বলেন, রন্ধন একটা রসায়ন। তখনই বোঝা যায় জাগতিক বিবিধ রসায়ন তুলে ধরতে চান তিনি। বরিষ্ঠ কবি কুটুমের আগমনে উল্লেখ করেছেন —
তাদের আপ্যায়নে গোমুখ থেকে
নিয়ে আসি তৃষ্ণা মেটানোর জল
বসার জন্যে পেতে দিই কোমল আসন
আসন জোড়ায় আঁকা আছে
সুখ-দুঃখ, আঁধার আলোর আঁতের ছবি
Be the first to review “এ বাড়িতে রান্নাঘর নেই”