সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত ভাস্কর বসু ও কলরব রায়-এর কপিল দেব।
আমাদের কৈশোর কাল শুরু হয়েছিল সেই ষাটের দশকে। সেই সময় ভারতীয় ক্রিকেটে পেসারদের আধিপত্য ছিলই না, সেটা ছিল স্পিনারদের স্বর্ণযুগ। মাঝে মাঝে তাঁদের কেউ কেউ দেখা দিলেও ধারাবাহিকভাবে কেউই তেমন অবদান রাখতে পারেননি।
সেটা সম্ভব হল একেবারে সাতের দশকের শেষে, কপিলদেবের হাত ধরেই। সৌভাগ্যক্রমে, আমরা চোখের সামনে ইতিহাস রচিত হতে দেখেছি। ১৯৮৩ সালে ভারতের সেই প্রথম বিশ্ববিজয়, যে জয়ের নেপথ্যে পেস বোলিংয়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আরও ছিল কপিলের সর্বাত্মক উপস্থিতি, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে এবং অধিনায়কত্বে।
আমরা নিশ্চিত, আমাদের নায়ক কপিলের এই যাত্রা এক অসম্ভবকে সম্ভব করার দুর্দান্ত কাহিনি। ক্রিকেটের সম্পূর্ণ ঐতিহ্যবিহীন রাজ্য হরিয়ানার এক ছোটো শহরে সেই যাত্রার শুরু। তারপর সেই দারুণ সংগ্রাম, সাফল্য, গগনচুম্বী উত্থান, নেতৃত্ব, শিখরচূড়ায় ওঠার স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করার সংকল্প— সব মিলিয়ে খুবই রোমাঞ্চকর এবং মনোগ্রাহী।
তাঁর ভ্রমণসঙ্গী হয়েই সেই যাত্রার খতিয়ান আমাদের এই বইটি।










Be the first to review “কপিল দেব”