সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত সুতীর্থ দাশ-এর কাবুলিওয়ালার বার্লিন যাত্রা।
কাবুলিওয়ালার বার্লিন যাত্রা— এক তরুণ চিত্রপরিচালকের সাফল্যকাহিনি। তাঁর সংগ্রামের কাহিনি। যে সংগ্রাম তাঁকে মান্যতা দেয় দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকদের একজন হিসেবে। অভিনব সে সংগ্রামের পথ। তাঁর পরিচালিত সর্বপ্রথম ছবি রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। যেখান থেকে উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব। সেই ব্যর্থতার যন্ত্রণা কাটিয়ে তিনি আবারও ছবি করতে প্রস্তুত হলেন এবং পরপর আরও দুটি ছবি করেন। ওই দুটি ছবিও খুব বড়ো সাফল্যের মুখ দেখেনি। কিন্তু সেই তরুণ পরিচালককে বাংলা চলচ্চিত্র জগতে একটা পরিচিতি দিতে সক্ষম হয়।
এরপর ১৯৫৭ সাল। উল্লেখযোগ্য বছর সেই পরিচালকের জীবনে। বেছে নিলেন এমন একটি কাহিনি, যা নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও তাঁকে এনে দিল সাফল্যের মুখ। সাফল্য শুধুমাত্র দেশে নয়— তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে সাড়া ফেলে দিলেন। পরিচালনা করলেন একটি ছবি যার পিছনে ছিল তাঁর নিরলস পরিশ্রম; ছিল এক অনুপ্রেরণা— যার বীজ বপন হয়েছিল খুব ছেলেবেলায়। সেই ছবি তৈরির গল্প নিয়েই ‘কাবুলিওয়ালার বার্লিন যাত্রা’।










Be the first to review “কাবুলিওয়ালার বার্লিন যাত্রা”