এই বই ভানহীন। কবিতায় কোথাও নতুন করে শব্দ খোঁজার কারসাজি নেই, আড়াল খোঁজা নেই। সপাট এবং ঋজু।
একটা কবিতা পড়া যাক।
=========
বালক
বাবার ঘুমন্ত মুখে লালা জমে
চেয়ে থাকা বালকের চোখে বিশ্বাসভঙ্গের বিস্ময়
রোদ জানে কতটুকু নিরাভরণ হতে হবে আজ
সমুদ্রের আকাশচুম্বী উচ্ছ্বাস,
সহযোগী বন্ধুদের খুলে রাখা স্মৃতি
সরীসৃপ মায়ায় ঘরময় ছোটাছুটি করে
জটিল জ্যামিতির মতো লুকোচুরি ঘ্রাণে
অপরাধ লেগে আছে,
বাবাটি তাই বিমর্ষ, কুটিল যতিচিহ্ন
সহজাত প্রেমে বালকের মন নীরব অভিমানে খানখান,
পড়ে থাকা বাবার অপলক আলিঙ্গনে বালকের, আজ
বাবা হতে বড্ড সাধ হয়।।
Be the first to review “কিছুটা সিদুঁর বাকিটা গোলাপ”