কেতকীতেও থাকে ছুরির গন্ধ

149.00

পৃথা রায় চৌধুরীর কবিতা সংকলন।

অনেকটা রোদ বয়ে এনে দেখি, গাছতলা নেই
সবারই একেকটা ব্যক্তিগত গাছতলা থাকে
চামড়ায় পোড়া জমলে, গতির ক্লান্তি পেলে
জমা রেখে যায় বিক্ষত ঘাম
গাছকে প্রেমে ভরিয়ে দিলে বাঁচে
একান্ত আপন… গাছতলা।