এই ফেরিওয়ালা জলতেষ্টা মেটেনোর ওষুধ বেচে। সপ্তাহে একটা ওষুধ খেলেই চলবে, তোমার আর জলতেষ্টা পাবে না।
“তুমি এগুলো বিক্রি করো কেন?” ছোট্টো রাজকুমার জিজ্ঞেস করে।
“এতে দারুণ সময় বাঁচে।” ফেরিওয়ালা বলল, “পণ্ডিতরা হিসেব করে দেখেছেন এতে তুমি সপ্তাহে তিপ্পান্ন মিনিট সময় বাঁচাতে পারো।”
“আর সে তিপ্পান্ন মিনিট সময় দিয়ে কী করবে?”
“তোমার যা খুশি…”
“আমার হলে…,” ছোট্টো রাজকুমার নিজের মনে বলল, “আমার যদি তিপ্পান্ন মিনিট নিজের ইচ্ছা মতো খরচ করার সময় থাকত, তাহলে আমি হেঁটে গিয়ে একটা ঝর্না থেকে তাজা জল নিয়ে আসতাম।”
বড়দের জন্যে ছোটদের ভাষায় আর ছোটদের জন্যে জাদুভাষায় লেখা একটা উপন্যাস — Antoine De Saint-Exupery-র Le Petit Prince। কণিষ্ক ভট্টাচার্যের অনুবাদে বইটি ‘ছোট্টো রাজকুমার‘ নামে প্রকাশিত হয়েছে ‘হ য ব র ল’ থেকে।
Be the first to review “ছোট্টো রাজকুমার”