পেশাগতভাবে তাপস একজন তাত্ত্বিক মহাকাশবিজ্ঞানী, ভারত সরকারের একটি গবেষণাগারে মহাকাশবিজ্ঞান এবং তত্ত্বীয় পদার্থবিদ্যার গবেষক অধ্যাপক হিসেবে কর্মরত। প্রাতিষ্ঠানিক কাজের বাইরে, তাপসের আগ্রহ আর্থ-সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে লেখালেখিতে। তাপস মনে করেন একজন বিজ্ঞানসাধকের কিছু সামাজিক দায়িত্ব রয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান হল সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানো।
তাপস প্রতিমুহূর্তে মনে রাখার চেষ্টা করেন তৃতীয়বিশ্বে বসে তাঁর শিক্ষিত হওয়ার প্রক্রিয়াটি সম্ভবপর হয়েছে জনগণের করের টাকায়। এ দেশের নাগরিকের ভালোমন্দ দেখার চেষ্টা করা, এবং দেশকে রাষ্ট্রের হাত থেকে রক্ষা করা অতএব, একজন একাডেমিশিয়ানের প্রধান দায়িত্ব, তাপস এমনটিই বিশ্বাস করেন।
সাধারণের মধ্যে মাতৃভাষায় উচ্চশিক্ষার প্রসারে তাপস আগ্রহী। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল ও কলেজে বাংলায় বিজ্ঞান সংক্রান্ত বক্তৃতা দিয়ে বেড়ানো তাঁর মিশন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়, এবং বিজ্ঞানের সাথে দর্শন, ইতিহাস, সাহিত্য, চিত্রকলা ও চলচ্চিত্রর সংযোগ নিয়ে দূরদর্শনের পর্দায় বিশদে অনুষ্ঠান করেছেন।
কবিতা লিখে থাকেন। একটি প্রকাশিত কবিতার বই রয়েছে, ‘এই দীন কররেখা’ শীর্ষক কবিতার বইটি সৃষ্টিসুখ থেকেই প্রকাশিত। লেখালেখি ছাড়া তাপসের উৎসাহ ছবি আঁকায়, সাদাকালো ছবি তোলায়, এবং উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, প্রাপ্তিহীন আশ্চর্য ভ্রমণে।
Be the first to review “জয়স্তম্ভ মূঢ়সম”