জাপান, পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর দেশ। এর সাহিত্যের ঐতিহ্য বহু প্রাচীন। কিন্তু ভাষাগত দূরত্বের কারণে দীর্ঘদিন অজানা ছিল অন্য ভাষার মানুষদের কাছে। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে এর অনুবাদ শুরু হওয়ায় জাপানি সাহিত্য বিশ্বের দরবারে স্থান করে নিতে শুরু করে স্বমহিমায়।
জাপানের প্রথম দিকের লোককথা ও উপকথাগুলি পাওয়া যায় ‘The record of Ancient Matters ‘ এবং “The chronicles of Japan ” থেকে। এই উপকথাগুলি সেখান থেকেই সংগৃহিত। এগুলোর মধ্যে থেকে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির আলো উদ্ভাসিত হয়।
Be the first to review “জাপানি লোককথা / সোনালী ঘোষাল”