সৃষ্টিসুখ থেকে প্রকাশিত সঙ্গীতা দাশগুপ্তড়ায়-এর ছোটেদের গল্পের বই ঝিকিমিকি ১।
গুপের গল্প লেখা গুপে দিনের বেলা ভারী সাহসী কিন্তু রাতের বেলায় তার গা ছমছম করে। বানিয়ে বানিয়ে গল্প বলে লোককে বোকা বানাতে সে ওস্তাদ। ইস্কুলের কেউ কেউ তাকে ভালোবাসে, কেউ কেউ আবার হিংসেও করে। উপস্থিত বুদ্ধি দিয়ে গুপে বড়দেরও বোকা বানিয়ে দেয়। সব মিলিয়ে গুপে হল তোমার মতো কিংবা তোমার বন্ধুর মতোই দুষ্টু। তবে গুপে একাই কি দুষ্টু, নাকি ইস্কুলের টিচাররাও তার মতোই দুষ্টু?
রসরাজ ঘোষাল আর মুরগির গল্প রাঙামামু বাড়িতে এলেই নমু আর তার দিদির ভারী মজা। রাঙামামুর ঝুলিতে কত রকমের যে গল্প! একদিন মামু শোনায় তাদের বংশের এক বিখ্যাত মানুষের গল্প। মামুর চোখে তিনি নাকি প্রাতঃস্মরণীয় মানুষ। তাঁর নাম রসরাজ ঘোষাল। বাড়ির বড়দের আহ্লাদে বেড়ে ওঠা কুঁড়ে রসরাজ কেমন করে ভাগ্যের সন্ধানে গ্রাম ছেড়ে বেরোন এবং কত অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিন কাটাতে কাটাতে একদিন ভুল সংস্কার ভেঙে ফেলেন সে গল্প পড়লেই বুঝতে পারবে শ্রী ঘোষাল আদৌ প্রাতঃস্মরণীয় কি না।
সমুদ্রের গোলাপ সারাংগা গাঁয়ের সহজ সরল মাছধরা মানুষগুলো ভয় পায় একটা শব্দকে । রোসা-দো-মার, তর্জমা করলে ‘সমুদ্রের গোলাপ’। বিশাল কালো ভয়ধরানো এক জাহাজের ছায়া-ছায়া অবয়ব ভেসে ওঠে সমুদ্রের বুকে। তার পাটাতনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মিশকালো অন্ধকারে তার হাতের লন্ঠন বুঝি হাতছানি দেয় সমুদ্রে হারিয়ে যাওয়া নৌকোগুলোকে। কাছে গেলেই ডুবিয়ে মারবে। লোকে মনে করে ওই জাহাজের মধ্যে প্রাণ আছে। বিশ্বাস করে বহুকাল আগে লুঠমার করে পর্তুগীজ জলদস্যুরা ওই জাহাজকে ডুবিয়ে দিয়েছিল সমুদ্রে। বিশেষ বিশেষ রাতে মৃত আত্মায় ভর্তি জাহাজটা জ্যান্ত হয়ে ভেসে ওঠে। ভয়ে কেউ তার কাছাকাছি যাওয়ার কথা ভাবেই না ।
গাঁয়ের ছেলে পিথুকে যেন ডাক দেয় জাহাজটা। বড় বুড়োর মানা না শুনে পিথু পাড়ি দেয় ঐ জাহাজের কাছে পৌঁছবে বলে। ফেরে কি পিথু আর? সে কথা জানা যাবে গল্পটা পড়লেই।










Be the first to review “ঝিকিমিকি ১”