ট্যাকের মাঠে মাধবী অপেরা

199.00

নীহারুল ইসলামের গল্প সংকলন। নির্বাচিত অংশ পড়া যাবে এখানে।

নীহারুল ইসলামের গল্পের সঙ্গে পাঠকের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ আকাদেমির ‘সোমেন চন্দ স্মারক পুরস্কার’ (২০১০) পাওয়া তাঁর ‘ট্যাকের মাঠে মাধবী অপেরা’ গল্প সংকলনটি পুনঃপ্রকাশ করেছে সৃষ্টিসুখ প্রকাশন।