গল্পগুলি লেখার সময় আমাদের মধ্যে কোনও পরিণতি বা ক্লাইম্যাক্সে পৌঁছানোর সুনির্দিষ্ট তাগিদ থাকত না। আমরা কেউ একজন গল্পটিকে শুরু করতাম এবং কিছুদূর এগিয়ে নিয়ে যাবার পর সেই গল্পের প্রবণতাসহ অন্যের হাতে দায়িত্ব সঁপে দিতাম ট্রেন্ড কন্ট্রোল বা প্রবণতা নিয়ন্ত্রণের। এভাবে ঘন ঘন প্রবণতা বদলের মাধ্যমে গল্পটি এগিয়ে যেত তার ঘটনা-চরিত্র বা বিন্যাস অনুযায়ী। একটা সময় গিয়ে গল্পটি আমাদের শেষ করবার তাগিদ অনুভব হত এবং আগের খণ্ডাংশগুলিকে একসুতোয় গেঁথে আমরা একটা সমাপ্তি বেছে নিতাম।
— ঋষি সৌরক ও উল্কা
Be the first to review “ডুমস্”