এ জীবন বিপুল তরঙ্গ। আঁজলা ভরে সেই জীবন থেকেই জলরাশি তুলে নিয়েছেন সুব্রতা বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট ঘটনা, প্রাত্যহিকতার খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু অনুভূতি, দৈনন্দিন গতানুগতিকতায় প্রায় চোখে না-পড়া কিছু মুহূর্তরাই তাই মহার্ঘ হয়ে উঠেছে এ গল্প সংকলনে। এখানে সামান্য এক লাল ফুলও তাই জেগে থাকে অসামান্য ভূমিকায়। বন্ধুর জন্য এক বন্ধুর আত্মত্যাগ-– হয়তো ইতিহাসে লেখা থাকে না। কিন্তু জীবনের গল্পগুলো এরকমই মূল্যবোধ, নৈতিকতাকে আশ্রয় করেই সার্থকতার অভিসারী হয়ে ওঠে। তাই ছেলেবেলার পুতুলখেলার অনুষঙ্গ জীবন-মধ্যাহ্নে এমন অভিঘাতে ফিরে আসে, যা আমাদের চমকে দেয়। লেখক তাঁর গল্প বিন্যাসে কোনও চমক দিতে চাননি। তিনি শুধু পাঠককে উপহার দিতে চান সরল অনুভূতির সহজ অবগাহন, ঝরঝরে ভাষায়। গল্পের শেষে পাঠকের মনেও তাই ছোট ছোট তরঙ্গ ওঠে, কিন্তু লেখকের সৃজনগুণেই তা সহজে মিলিয়ে যায় না।
তরঙ্গ
₹199.00
সুব্রতা বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন।
10 in stock
Be the first to review “তরঙ্গ”