সাতটা গল্প। ভিন্ন স্বাদের। আবার একের সঙ্গে একে জুড়েও আছে। পিঁপড়ে, গুবরে পোকা, সাতরঙা পাখি, গম্ভীর রাজামশাই, সৎ বিবেকবান যুবক, ছোট্ট এক বালিকা, দেবতা, মানুষ, অসুর— সবাই যেন এক হয়ে গেছে এখানে। প্রেমে। বন্ধুত্বে। বিশ্বাসে। অনুসন্ধিৎসায়। সবাই শেষ পর্যন্ত বুঝছে অন্যকে ভালো না বাসতে পারলে ভালো থাকার আর কোনও উপায় নেই। অন্তরের হাসি, মনের সৌন্দর্য, নির্মল আনন্দ আর বন্ধুত্বই পারে এই বিষম সময়েও তেঁতুলপাতার সুজন হতে।
রোহিণী ধর্মপালের নতুন গল্পের বই ‘তেঁতুলপাতার সুজন’ ছোটোদের জন্যে একটি দুর্দান্ত উপহার। গল্পগুলো নির্ভার। তরতর করে এগিয়ে চলে ভাষার গুণে। যা কিছু চিরন্তন, যা কিছু সত্য ও সুন্দর– তা-ই আরও একবার ছোটোদের সামনে তুলে ধরার প্রয়াস। প্রতি গল্পের সঙ্গে ছবি এঁকেছেন অভীক কুমার মৈত্র। প্রচ্ছদটিও তাঁরই করা।
Be the first to review “তেঁতুলপাতার সুজন”