ভাঙাচোরা মানুষেরা
ভাঙাচোরা মানুষেরা খড়কুটো ধরে বেঁচে থাকে
কাকের চেহারা নিয়ে সবখানে ঘোরে
ভোরবেলা জেগে ওঠে ঘোর অনিচ্ছায়
সূর্য নগ্ন শত্রু তার, বর্ষণেও ভয়
তবুও সমুদ্র জাগে বিক্ষত পাঁজরে
ধাতব গর্জনে কাঁপে ল্যাম্পপোস্ট, পুরনো দেয়াল
ভেঙে পড়া মানুষেরা চুপ করে থাকে
গোপনেই চলে গেছে বসন্তের ঋতু
পাখিদের দিন কাটে পালকের শোকে
Be the first to review “দিন কাটে পালকের শোকে”