নক্ষত্র নাবিক

69.00

মধুমিতা ভট্টাচার্য-র প্রথম কবিতা সংকলন। নির্বাচিত অংশ পড়া যাবে এখানে।

10 in stock

আমরা যখন হঠাৎ করে সাউথ-সিটি মল
আমরা যখন ভিক্টোরিয়ার ঘাস,
আমরা যখন ঘরের পথে সন্ধ্যামুখী হাঁটি
ব্যালকনিতে দাঁড়ায় অমলতাস।

আমরা যখন দুপুর জুড়ে রোদের বিকিকিনি
আমরা যখন এক হাঁটু জল মাপি,
তখন অমল পানকৌড়ি, শ্যাওলা সবুজ ঘ্রাণ,
হলুদ বুকে চোরাবালির ঝাঁপি।