যে সমস্ত কবির প্রথম বই সৃষ্টিসুখ গত সাত বছরে প্রকাশ করেছে, তাঁদের তালিকায় যুক্ত হল অশোক ঘোড়ইয়ের নাম। গদ্য কবিতার সংকলন ‘নাইন্থ সিমফনি’ কলকাতা বইমেলা ২০১৮-য় সৃষ্টিসুখ প্রকাশিত হল।
একটি বোমারু বিমানের ছায়ার নিচে সে
দাঁড়িয়েছে, যাতে বৃষ্টিতে না ভিজে যেতে
হয়। ছায়া যত চক্কর কাটে, সেও তত ঘুরতে
থাকে ছায়াটির নিচে। কাছের শ্মশান থেকে
পাতাখোরের জটলা তাকে দেখেছে, শুধুই
দেখেছে। তাদের মুখের রেখা সে বুঝতে
পারেনি। শবানুগমনকারীদল বৃষ্টিতে ভিজে
তাকে দেখল, শুধুই দেখল। তাদেরও মুখের
রেখা সে বুঝতে পারল না। দাহ-নির্দেশক
যারা, তারাও তাকে দেখল, শুধুমাত্র দেখল।
কারও মুখের রেখা সে বুঝতে পারল না।
কেন না; তখন বজ্র-বিদ্যুতের বৃষ্টি পড়ছিল
ঝমঝম। কেন না, নিরাপদ আশ্রয়ের খোঁজ
পেয়েছিল তার অগ্রাধিকার। শেষ পর্যন্ত,
ছায়াটির নিচে সে জড়োসড়ো, ঘুমিয়ে পড়ল
Be the first to review “নাইন্থ সিম্ফনি”