“চেতনার কোনও গভীর অরণ্যের ভিতর দাঁড়িয়ে জেগে থাকবার পরেও, জেগে থাকবার বাসনা জাগে, সেই বাসনার নির্মাণের কাছে নজরানা ছিল প্রথম সংকলন ‘নজরমিনার’ – যা বোধ হয় কিছুটা অন্তঃসলিলা, তবু তার সামনে দাঁড়ালে চমকে উঠতে হয় এমনই সে সোচ্চার শব্দচয়নে। অর্থাৎ তরুণ কবি ইন্দ্রনীল বক্সীর প্রথম কবিতা সংকলন অতিক্রম করে আমরা যখন দ্বিতীয় কবিতা সংকলন ‘পিয়ানোঘুম’-এর সামনে দাঁড়াই, তখন তা এক জার্নিতে পরিণত হয়। সে এক অলীক আর আশ্চর্য পেন্টিং-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবার মতো অভিজ্ঞতা, যা অবশ্যই পাঠককে মুগ্ধ ও বিস্মিত করবে… কখনও বা জাগিয়ে তুলবে অস্বস্তি বা অস্থিরতা।”
— অবিন সেন
Be the first to review “পিয়ানোঘুম”