যারা আঘাত দিয়েছে নির্বিকল্প, রক্তাক্ত করেছে
যারা শিখিয়েছে প্রতারণা, বিশ্বাসঘাতকতা
যারা ফিরিয়ে নিয়েছে মুখ, সরিয়ে নিয়েছে হাত
যারা ঠেলে দিয়েছে দূরে, কাছে টানার শঠতায়
যারা প্রিয়মুখের আড়ালে সপাট শানিয়েছে ফলা
যারা তঞ্চকতা আর প্রবঞ্চনার ফাঁকে ঘোরাঘুরি
করতে করতে শিখিয়েছে ‘নষ্ট’ হওয়া কাকে বলে
যারা লোলচর্মতৈলাক্ত, গাঢ় মাখনের কারবারি
যারা করোটিভাণ্ড খুলে খেতে শিখিয়েছে মদ,
চিনিয়েছে সব ভালো, আলো, পুণ্যশ্লোকের ঊর্ধ্বে
আছে যে জগৎ, তা নির্মোক, সূর্যস্পর্শরহিত
তাঁরাই আর্যশিক্ষক আমাদের, মিথ্যা পাপাচার
না শিখলে, কীভাবে জানতে তুমি জীবনের মানে
আলো নয়, আজও কিছু ফুল ফোটে অন্ধকার স্থানে…
Be the first to review “পূর্ণমদঃ পূর্ণমিদং”