বাউন্ডুলের ফেসবুক পেজ থেকে দু-মলাটে বন্দি হল ২০০টা কবিতা আর তার সঙ্গে সঙ্গত দিল অভিব্রতর আঁকা ৫০টা ছবি। বাউন্ডুলের অনুরাগী পাঠকদের জন্যে সৃষ্টিসুখ প্রিন্ট-এর এই বই এক দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।
কীরকম সে অভিজ্ঞতা? থাকল নমুনা।
যারা ভালোবাসে
তারা ফিরে আসে
বারবার নানাভাবে
নানারূপে বারোমাসে
তাদের কাঁটাতার নেই
কোথাও নেই মানা
একলা পেলে মধ্যরাতে
অতর্কিতে হানা…
Be the first to review “বৃষ্টি পাহাড় আর প্রেমিকারা”