বুকের বাম পাশটা আসলে একটা মাঠ—
একটা ত্রিকোণ মাঠ
তোমাকে ভালো না বাসতে বাসতে
তার এক-তৃতীয়াংশে জন্মেছে উলু-খাগড়া
আর বাকি যে অংশটা রয়েছে পড়ে
সেখানে একটা খাট পেতে রেখেছি অনেক দিন ধরে।
তুমি এখন যে গোলাপটা ধারণ করে বসে আছো খাটে
ওটা বয়স পেরিয়েছে আশায় আশায়,
আরও একটুখানি ধৈর্য রাখতে হবে আমাদের
রাত্রি নামেনি বলে।
পাপড়িগুলো ছিঁড়ে ছেনে যেটুকু জল বেরোবে
মাঠটা ঠিক সবুজে ভরে যাবে।
~~
রুবেল মণ্ডলের প্রথম কবিতা বই। প্রচ্ছদ – রোহণ কুদ্দুস
Be the first to review “মন মাঠের কথা / রুবেল মণ্ডল”