ভালোপাহাড় ১
দুর্গামণ্ডপে সাজানো ছৌ নাচের মুখোশ
তিনটে মুখ পাশাপাশি — দুর্গা, মুখোশ আর আমি
কাকে ভালো লাগল —
প্রকট দাঁত আসুরিক চুল?
মুখোশ পরিনি কখনও
শম্ভুনাথ কর্মকার পরে —
দেশে দেশে ছৌ নাচ দেখায়
জলপাইগুড়ি এসেছিল — আমি দেখিনি
হয়তো তখন বাড়িতে পা মাপছিলাম
এক কোট থেকে আরেক কোটে…
শম্ভুনাথ এবার অস্ট্রেলিয়া যাবে
দুটো পা শূন্যে তুলে নাচার পর
জোরে জোরে শ্বাস নেবে আর হাসবে
আমি তখন চুল কাটতে যাব
সেজেগুজে বের হয়ে সুযোগ খুঁজব —
কখন কার ঘাড়ে দাঁত বসানো যায়
Be the first to review “মোজাইক শিল্প”