সুপর্ণা পাল বণিকের জন্ম কলকাতায়। শৈশব ও কৈশোর কেটেছে উত্তরবঙ্গের সবুজ মালভূমি এলাকায়। মেয়েবেলা থেকেই ভাবপ্রবণ ও আধ্যাত্মিক চিন্তাভাবনায় জারিত তাঁর জীবনবোধ। পড়াশোনা কোচবিহার শহরের বিদ্যালয় সুনীতি একাডেমীতে। উচ্চশিক্ষা কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। একজন সংসারী মানুষ হয়েও সাহিত্যের প্রতি তাঁর দরদ ও ভালোবাসা তাঁর জীবনকে এক নতুন পথে চালিত করেছে। এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর চোদ্দোটি কাব্যগ্রন্থ, দুটি প্রবন্ধ সংকলন।
বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। স্বামী ডক্টর শমীক পর্ণ পাল একজন নামী মনোরোগ বিশেষজ্ঞ। একমাত্র পুত্র স্মিতার্ক পাল চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত। বাবা অসীম কুমার বণিক ছিলেন উত্তরবঙ্গের নামী ব্যবসায়ী এবং মা বর্না বণিক ছিলেন গৃহবধূ ও তাঁর পথ চলার শক্তি।
সুপর্ণা পাল বণিকের ভাষা স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও আধ্যাত্মিক রসে জারিত, স্পষ্ট কিন্তু স্বেচ্ছাচারী নয়। তাঁর লেখা এবং ভাবনায় বিষয় বৈচিত্র্য থাকে। কথনরীতি এক অভিনবত্বের স্বাদ দেয় বারংবার। তাঁর সাহিত্য রচনায় ধরা পড়ে মানবজীবনের নানা জটিলতা ও সংকটের চিত্র, তবুও তিনি আশাবাদী। তাঁর বিশ্বাস পরম সত্যের প্রতি। জীবনের পরম মাণিক্য প্রেমকে তিনি তুলে এনেছেন সুনিপুণভাবে, দেখেছেন বিভিন্ন দিক থেকে।










Be the first to review “সাদা হয়েছে মূর্খ”