“খুন দূর থেকে করা যায়, কাছ থেকেও করা যায়। নির্জনে করা যায়, প্রকাশ্যেও করা যায়। যদিও ওই একইরকমভাবে ভালোবাসাও যেত।”
এভাবেই শুরু হচ্ছে এই সময়ের অন্যতম শক্তিশালী কথাশিল্পী অরিন্দম বসুর নভেলা ‘সেখানে গিয়ে দাঁড়াও’। একটা খুন, সেটা কি হয়েছে? সময়ের সঙ্গে সঙ্গে সেটা কি হবে? সময়কে উলটো দিকে ঘুরিয়ে দিলে কী ঘটবে? এই নভেলার কাহিনিবিন্যাসটাই প্যালিনড্রোমের মতো। শুরু থেকে শেষ বা শেষ থেকে শুরু– যে কোনও একটা বিন্যাসেই পড়ে ফেলা যায়। তাই সময়কে একটা অক্ষে ধরে তার সাপেক্ষে কী ঘটেছে আর কী ঘটবে– এই ধোঁয়াশা থেকেই যায়। “লেখায় লেখক একাই সব চরিত্র। যে খুন করে সেও, যে খুন হয় সেও।” এই উপলব্ধির মধ্যেই পাঠক আবিষ্কার করেন, শুধু কাহিনি নয়, চরিত্রগুলোর গতায়াতও যেন প্যালিনড্রোম মাফিক পেন্ডুলামের গতিপথে এদিক থেকে ওদিকে দুলে চলেছে। স্বভাবতই এই কাহিনির শুরু আর শেষ এক মোবিয়াস স্ট্রিপের মতো আমাদের বিভ্রমে রাখে।
Be the first to review “সেখানে গিয়ে দাঁড়াও”