কাকলি দেবনাথ নতুন গল্পকার। তাঁর দ্বিতীয় বই ‘সোনার সিঁড়ি’তে মোট চোদ্দোটি গল্প জায়গা করে নিয়েছে। নাগরিক হৃদয় থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত জীবনযাপন পরিবেশিত হয়েছে আধুনিক আঙ্গিকে। গল্পে অহেতুক চমককে স্থান না দিয়ে তিনি সহজ ন্যারেশানকেই বেছে নিয়েছেন স্টাইল হিসাবে। মানুষের প্রেম-অপ্রেম, তার তমোগুণ, সম্পর্কের আখ্যান উঠে এসেছে বিশ্বাসযোগ্য বর্ণনায়।
গল্পগুলির বড় আশ্রয় গল্পকারের সংবেদী কলম। সংসারের বয়স্ক সদস্য বা ছিন্ননীড় রিফিউজি কলোনির বাসিন্দা বা খাদ্য-প্রত্যাশী শ্মশানযাত্রী— সকলের কাহিনিরই অন্যদিকটা উঠে আসে কাকলির কলমে, যে দিকটা আমাদের সাধারণ পর্যবেক্ষণের আড়ালেই থেকে যায় বরাবর।
Be the first to review “সোনার সিঁড়ি”