Blog

সৃষ্টিসুখ প্রি-অর্ডার

লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, একটু এগিয়ে আসুন… এদিকে… এদিকে… হ্যাঁ। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তা কদিন ধরেই কথা চলছিল — এবার বইমেলায় কী হবে? মানে কটা বই বের হবে, তার লিস্ট কই ইত্যাদি। তা সৃষ্টিসুখ প্রকাশনের বইয়ের লিস্ট শেষমেশ প্রকাশ করেই ফেললাম আমরা। ও হ্যাঁ, শুধু বইয়ের লিস্টই নয়, অনেকেই জিজ্ঞাসা করেছেন আগাম কী করে অর্ডার করব? কারণ কে না জানে, এখন ক্যাশলেস যুগ। আপনি দুটো বই কিনে দু হাজার টাকা এগিয়ে দিলে কেঁদে কুল পাব না। তাই আপনাদের জন্যে সৃষ্টিসুখ নিয়ে এল (ড্রাম রোলিং, দিল থামকে ব্যইঠিয়ে) সৃষ্টিসুখ প্রি-অর্ডার।

ব্যাপারটা কী? ধরুন, আপনি পছন্দের বই কিনতে চাইছেন, কিনুন। কিন্তু তার আগে বলে দিন বইটা কীভাবে পেতে চান — আপনার দোরগোড়ায় আমরা পৌঁছে দেব নাকি বইমেলার মাঠ থেকে আপনি সোজা তুলে নেবেন? নিশ্চয় ভাবছেন, আপনার বাড়িতে পৌঁছে দিতে আমরা আলাদা করে কুরিয়ার চার্জ নেব আর আপনি তো থাকেন চেন্নাইয়ে বা দিল্লিতে বা আমড়াগাছিতে। বেফিকর থাকুন, ভারতের যে কোনও কোনাতে আমরা কোনও শিপিং চার্জ ছাড়াই বইমেলার থেকে সামান্য বেশি ডিসকাউন্টে আপনার বই পৌঁছে দেব। আর বইমেলা থেকে বই তুলে নিতে চান? না, আপনার গাড়িভাড়া আমরা দেব না। তবে বইমেলায় অন দ্য স্পট কিনলে যা ডিসকাউন্ট পেতেন তার দ্বিগুণ ছাড় পাবেন। অর্থাৎ আপনার পছন্দ করা বইয়ের মোট দাম ৩০০ টাকা হলে বইমেলার মাঠে অন দ্য স্পট কিনলে আপনি বইগুলো পেতেন ২৭০ টাকায় (১০% ছাড়)। প্রি-অর্ডার করে বাড়িতে বসে নিতে চাইলে পাবেন ২৬৩ টাকায় (১২.৫% ছাড়)। আর এখন দাম দিয়ে বইমেলার মাঠে গিয়ে নিজেই তুলে নিলে পাবেন ২৪০ টাকায় (২০% ছাড়ে)। এমনিতেই এবার আপনার এতজন বন্ধুর বই বেরোচ্ছে যে, আপনি তো ৩০০ টাকার বেশিই বই কিনবেন। ফলে লাভের পরিমাণ কেমন দাঁড়াচ্ছে সেটা বুঝতে আপনার নিশ্চয় ক্যালকুলেটারের দরকার পড়ছে না (নাকি পড়ছে?)।
আবার ধরুন গে, কী বই কিনবেন এখনও জানেন না। বইমেলার মাঠে গিয়েই সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে নিতে চান। কিন্তু এই ছাড়ের ব্যাপারটাও ছাড়তে ইচ্ছে করছে না। কোনও সমস্যা নেই। আপনি আমাদের ৫০০ আর ১০০০ টাকার প্রিপেড ভাউচার কিনে নিন। ৫০০ টাকার ভাউচারে বই কিনতে পারবেন ৬২৫ টাকার (কত ছাড় হল? ২০% না?) আর ১০০০ টাকার ভাউচারে বই কিনতে পারবেন ১৩২৫ টাকার (মোটামুটি ২৫% ছাড়)।

তবে যাই করুন, প্লিজ পেমেন্টের মেল কনফার্মেশানটা নিয়ে আসবেন। স্মার্ট ফোন হলে মেলবক্স খুলে ওখানে রিসিপ্ট দেখিয়ে দিতে পারেন, আজকাল যেমন এয়ারপোর্টে স্যাট* করে দেখিয়ে দেন।

অতএব, ভাইয়ো আর ব্যহনো (ভিড়ের মধ্যে কখন দেখছি লিপিও এসে দাঁড়িয়েছে, কী জ্বালা), ফটাফট অর্ডার দাগতে থাকুন নীচের লিংক থেকে। আর হ্যাঁ, একবার অর্ডারে কোনও বই ভুলেছেন? কোই পরোয়া নেহি। আবার অর্ডার দিয়ে দিন। একাধিক অর্ডারে আলাদা কোনও চার্জ আপনাকে দিতে হবে না, জাস্ট ছাড় দিয়ে বইয়ের দামটুকুই।

www.sristisukh.com/pre-order/

যে কোনও সমস্যায় আপনাদের খিদমতে আমরা হাজির।

মেল আইডি — sristisukhprokashan@gmail.com
ফোন —
৭৮২৯৭ ৪১৭৯৭ (২৪ x ৭, প্লিজ জাস্ট টেস্ট করার জন্যে রাত ৩টের সময় ফোন করবেন না, তবে সমস্যা হলে করতেই পারেন।)

সৃষ্টিসুখ-এর বন্ধুদের এই পোস্টটা বা লিংকটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ জানাই।

ধেয়ান দেনে কে লিয়ে ধন্যেবাদ। আপকি যাত্রা সুখদ রহে।

[* ঋণ — অভীক কুমার মৈত্র। উনি এবার ফেলুদা-ব্যোমকেশ ফ্যান ফিকশানের কভার ও ইলাস্ট্রেশান ছাড়াও আমাদের ‘স্যাট’ শব্দটি সরবরাহ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>