একজন মানুষ নিজের সঙ্গে কথা বলছেন। নিরন্তর দ্বন্দ্ব, কৌতূহল, আত্মসমালোচনা — একের পর এক ফুটে উঠছে একটা ক্যানভাসে, নিজের যাত্রাপথকে আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। গন্তব্যে পৌঁছানোর থেকেও বেশি আগ্রহী তিনি পথের চারপাশে ছড়িয়ে থাকা হাজার বিস্ময়ে।
অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায়-এর গদ্য সংকলন ‘একবুক জোনাকি পাতা’ এক আত্ম-উন্মোচনের জার্নি। লেখকের প্রথম বই ‘এভাবেও ফিরে আসা যায়’ যেমন বহু পাঠককে জীবনের দিকে ফিরে আসার ডাক দিয়েছিল, তেমনই এই বই পাঠককে নিজের ভেতর থেকে বাইরে তাকানোর হাতছানি দেবে।
সৃষ্টিসুখ প্রকাশনের এই বইটি প্রকাশিত হচ্ছে কলকাতা বইমেলা ২০১৭-য়।
একবুক জোনাকি পাতা
অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায়
মূল্য – ১২৫ টাকা
প্রচ্ছদ – রোহণ কুদ্দুস
প্রি-অর্ডারের লিংক — http://sristisukh.com/pre-order/index.php?id=40