আমাদের জায়কালে আক্ষেপের বীজ, হতাশার
শরীরে যত না মার তার চেয়ে বেশি হননের
যে দাগ লাগেনি আর যা পুড়েছে লুকোনো মনের
নিভৃত ছায়ার ঘরে ধোঁয়া ওড়ে হবিষ্য রাঁধার
দিনান্তের মাধুকরী সেরে এসে বসো দেখি প্রেম
গোধূলি আলোয় দেখি মুখখানি আরও একবার
আমাদের চীরবাসে অকিঞ্চন অহেতুকী হেম
খিদে আর গরাসের মধ্যে সেই ভাঙা দরোজার
শান্ত উপহাসটুকু, এসো বসি মুখোমুখি আজ
যাবতীয় অমরত্ব, বেদনার, মালিন্যের সাজ
আর কোনও কথা নয়, কান্না নয়, দূরে রাখা থাক
খুলে রাখি পাশাপাশি দুইখানি পাতার পোশাক
ধুলোবালি মাখা সব করমের পাতার পোশাক
ধুলোবালি মাখা এই জনমের পাতার পোশাক
Be the first to review “হে দয়িত, নয়নাভিরাম”