জনশ্রুতি। লোকগাথা। পুরাণ। মহাকাব্য। জল্পনা। অলৌকিকতা। ভারতের ধর্মস্থানগুলিকে ঘিরে আবহমান কাল ধরে আবর্তিত অজাগতিক কাহিনি। কখনও বাস্তবের পাশে এসে বসে পৌরাণিক শাস্ত্রের কোনও এক অলীক চরিত্রের পরাবাস্তব পরিণতি। কখনও ইতিহাসের হাত ধরে বিশ্বাস-অবিশ্বাসের সুতোয় ভারসাম্য রচনা করে যুগ-যুগান্ত ধরে কথিত কাহিনিমালা। কোনটা ইতিহাস আর কোনটা পুরাণ? কোন গল্পের আড়ালে আছে সত্যের নথি আর কোথায় রয়েছে লৌকিক কল্পনা? ভারতের মন্দিরের স্থাপত্য থেকে প্রতিষ্ঠাপর্ব, নির্মাণ থেকে ধ্বংস, মিথ অথবা সত্যকাহিনির এরকম বিস্ময়কর সহাবস্থান বৈচিত্র্যময় পথ চলার পরিচায়ক।
ভারত বাস করে ধর্মীয় গল্পকথায়। ভারতের ধর্মস্থানগুলি সমাজেরই প্রতিচ্ছবি। প্রতিটি প্রাচীন মন্দির অথবা তীর্থক্ষেত্র কিংবা ধর্মস্থানের সঙ্গে মিশে থাকে এক অমোঘ অনুষঙ্গ। তার নাম রহস্য! সেই একঝাঁক রহস্যকে খুঁজতে চেয়েছে এই গ্রন্থ। গবেষণায় নয়, পর্যটনে…
Be the first to review “মন্দির মিস্ট্রি”