চল্লিশের দশকের এমন একজন কিংবদন্তি নায়ক-গায়কের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এই বইতে, যিনি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন। হয়ে উঠেছিলেন রূপোলি জগতের ‘ম্যাটিনি আইডল’। সে যুগের নব্য যুবারা যাঁর ব্যাকব্রাশ করা চুলের স্টাইল নকল করতে করতে পাগলের মতো ছুটে যেত সেইসব জলসায়, যেখানে তাঁর আসার সম্ভাবনা রয়েছে। শুধু কি যুবকরা? সে যুগের বাঙালি তরুণীরাও তাঁর কণ্ঠের জাদুতে ছিলেন মাতোয়ারা। তাঁকে একঝলক দেখার জন্য তাঁর ভক্তরা তাঁর বাড়ির গাড়িবারান্দার নীচে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। সেই গায়ক-নায়কের নাম রবীন মজুমদার। তাঁর নিজের জীবনটাই যেন ছিল একটা আস্ত সিনেমার মতো উত্থান-পতন, ভাঙাগড়া, সাফল্য-ব্যর্থতা দিয়ে ঘেরা। সাফল্য কাকে বলে তাও যেমন তিনি দেখেছেন, তেমন আবার ব্যর্থতার চোরাবালিতে ডুবে গিয়েও তলিয়ে যাননি। লড়াই করে ফিরে আসতে পেরেছেন সাফল্যের মূল স্রোতে। এই বই তাই প্রত্যেক সংস্কৃতিপ্রেমীরই সংগ্রহযোগ্য।
Be the first to review “পিকে”