গেরুয়া বসনে সে অনুকৃতি
সে বাধ্য করায় হাড় খেতে
ভিন্নমুখ রসে শাঁখের করাত হতে হয়
দীর্ঘদিন শর্করা রোগীর অতৃপ্তিতে সেতুবন্ধ বানিয়েছি
এখন কাঠপুতলিরা পেরেকের মার খেতে শিখেছে
কপালে খোদাই টিপ
গলার মাৎসর্যভঙ্গে ঘরে কেউকেটা
পুরুষের বাড়ি মেসোপটেমিয়া
নীল নদ, একজোড়া চুমু, আর জমি নিয়ে
বিবাহ হয় বেলে মাটিতে
ওরা আমাদের কাঠপুতলি বলে
পতিত বা আবাদ যাই হই —
পুরুষের বাড়ি মেসোপটেমিয়া
₹75.00
তানিয়া চক্রবর্তীর দ্বিতীয় কবিতা সংকলন।
9 in stock
Be the first to review “পুরুষের বাড়ি মেসোপটেমিয়া”