সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত প্রহেলী ধর চৌধুরী-র অসাম্য ভেঙে অসামান্য।
আশির দশকের শেষে উত্তর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে আমি “মানুষ” কম আর “মেয়ে” বেশি হয়ে জন্মেছিলাম। কি পরব, কোথায় যাব, কতক্ষণ যাব, কাদের সঙ্গে মিশব, কীভাবে বসব, কীভাবে কথা বলব, কতদূর পড়াশোনা করব সবকিছুই আমার পরিবার ঠিক করত পারিপার্শ্বিক ও সামাজিক রীতিনীতি অনুযায়ী। এমনটাই স্বাভাবিক ছিল। সেকালের সব মেয়েদের সঙ্গেই এটা হত।
তখনও লিঙ্গ অসাম্যের ব্যক্তি বা স্থানীয় স্বরকে বিশ্বস্বরে উত্তীর্ণ করার যথেষ্ট প্ল্যাটফর্ম তৈরী হয়নি। অথচ বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে কথা না-বলা অবধি যে আমার মুক্তি নেই, নিজের কাছে ক্রমশই তা স্পষ্টতর হয়ে উঠছিল। বস্তুত সেই তারণা থেকেই এই লেখাগুলির জন্ম। গত ৬ বছরে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে লিঙ্গ প্রান্তিকতার চিরাচরিত বা সমসাময়িক দিকগুলি নিয়ে এই লেখাজোকাগুলি আমায় সাধুবাদ থেকে স্লাটশেমিং- সবই দিয়েছে।
তবে সেটা বড়ো কথা নয়। বড়ো কথা এই যে, ব্যক্তিযাপন তাড়িত হলেও, সম্পূর্ণ নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সংকলনের প্রতিটি লেখা রচিত। তাই লিঙ্গভিত্তিক একচোখামি নয়, লিঙ্গসাম্যের উদযাপনই এর সারকথা।










Be the first to review “অসাম্য ভেঙে অসামান্য”