একটা ছিন্নমূল পরিবার ওপার বাংলা থেকে এসে বাসা বেঁধেছে একটা পোড়ো বাড়িতে। সামনে একটা খোলা জায়গায় চালা বাঁধা কিছু খোলামেলা কাঠামো। সেখানে সপ্তায় দুদিন হাট বসে। বাকি সময় সেখানে কিছু হতদরিদ্র মানুষ বাস করে। তাদের বুনো নামে ডাকে সবাই। হাটের দিনে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। জায়গাটাকে স্থানীয় ভাষায় বলা হয় চান্নি। চান্নির সেই বুনোরা এবং সেই এলাকার আরও কিছু চরিত্র নিয়ে একটা লোকালয়ের গল্প বলে চলেছে এক কিশোর। পড়তে পড়তে মাঝে মাঝে মনে পড়ে যায় রাস্কিন বন্ডের কথা। এভাবে তুলনা হয়তো চলে না। তবু যাঁরা বইটা পড়বেন, তাঁরা বুঝবেন কেন এই তুলনাটা মাথায় এল।
অরুণ কর নিয়মিত গল্প লিখে চলেছেন নানা পত্র-পত্রিকায়। এটাই তাঁর প্রথম উপন্যাস। প্রকাশক হিসাবে এমন একটা পাণ্ডুলিপি থেকে বই প্রকাশ করতে পেরে আমি আনন্দিত এবং উত্তেজিত। একই সঙ্গে ঈর্ষান্বিত সরাসরি বই থেকে এই উপন্যাস যাঁরা পড়ছেন, তাঁদের প্রথম পাঠ-অভিজ্ঞতার প্রতি।
— রোহণ কুদ্দুস
Be the first to review “আধেক স্বপন আধেক দুয়ার”