১৯০৯ থেকে ১৯৫৭ – প্রায় পঞ্চাশ বছরের এই সময়সীমায় জন্মগ্রহণ করেছেন যেসব হিন্দি গল্পকার তাঁদের থেকে পনেরোজন গল্পকারের বাছাই করা পনেরোটি গল্প নিয়ে এই সংকলন ‘নির্বাচিত পনেরো’। সংকলনে আছে যেমন জনপ্রিয় প্রবীণ গল্পকার ভগবতীচরণ বর্মার গল্প, তেমনই আছে এ সময়ের অত্যন্ত চর্চিত আন্তর্জাতিক ‘বুকার’ পুরস্কারে সম্মানিত গীতাঞ্জলি শ্রী-র গল্পও। ‘হিন্দি সাহিত্যের শরৎচন্দ্র’ বলা হয় যাঁকে সেই ফণীশ্বরনাথ রেণুর গল্প যেমন আছে, জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত গুলজ়ার-এর গল্পও আছে সংকলনটিতে। আমাদের প্রতিবেশী এই সাহিত্যের গল্প তথা সাহিত্যচর্চা সম্পর্কে যে সমস্ত বাঙালি পাঠকের আগ্রহ বহুদিনের, অথচ পর্যাপ্ত অনুবাদের অভাবে যা বহুদিনই নাগালের বাইরে, খানিকটা অভাব মেটাবে বোধকরি এই সংকলন।
Be the first to review “ওঁত পেতে আছে নেকড়ে”