পালিয়ে যাচ্ছি
অথচ পালাতে পারছি না
আগুনেই ধুয়ে নিচ্ছি চোখ মুখ হাত
আমার আঙুলের ডগায় কীভাবে জড়ো হচ্ছে জলের বিন্দুর মতো
আমার নিজস্ব
তার কোনও প্রত্যক্ষদর্শী নেই
আমার আঙুলের ডগায় কীভাবে থমকে আছে জলের বিন্দুর মতো
আমার নিজস্ব
তার কোনও প্রত্যক্ষদর্শী নেই
শুধু মিস্টার এক্স জানেন এই আনন্দলোকে
কীভাবে ঝরে যাবার জন্য কাহিনি তৈরি হয়
Be the first to review “কোনও প্রত্যক্ষদর্শী নেই”