বঙ্গবিভাগের অভিঘাত কীভাবে এসে পড়েছে বাংলাদেশের সাহিত্যে তারই এক নিবিড় অবলোকন এই গ্রন্থ। শিল্পী-সাহিত্যিকরা তো সবসময় মানবতার পক্ষে থাকেন। তাই দেশভাগের মতো একটি মর্মান্তিক ঘটনায় তাঁরাও যে কতটা উদ্বেলিত হন, তারই এক নিরেট পাথুরে প্রমাণ এই গ্রন্থ। পরম আশ্চর্যের কথা, যাঁরা সাতচল্লিশ তো দূর অস্ত, একাত্তরও দেখেননি, তাঁদেরকেও দেশভাগের যন্ত্রণা কীভাবে পীড়িত করে তারই কিছু নমুনা তুলে ধরা হল এখানে। এই গ্রন্থের তাই সবচেয়ে বড়ো আকর্ষণ বাংলাদেশের নবীন প্রজন্ম দেশভাগ নিয়ে কী ভেবেছেন তারই কিছু নিদর্শন। সব মিলিয়ে দেশভাগের মতো একটি দুর্বহ ঘটনার পরিণাম যে কতখানি সুদূরপ্রসারী হয়ে কীভাবে বাংলাদেশের লেখকদের পীড়িত করেছে তার কিছু জ্বলন্ত প্রমাণ ধরা রইল দুই মলাটের মধ্যে।প্রবীণ ও নবীন মিলিয়ে মোট সাঁইত্রিশ জন লেখকের গল্প এই গ্রন্থে সন্নিবেশিত হল। বাংলাদেশের লেখকদের দেশভাগ নিয়ে লেখা গল্পের এই সংখ্যা যেমন বিস্ময়কর তেমনি কৌতূহলোদ্দীপক।
গল্পকার সুবীর বোসের সঙ্গে পাঠকের নতুন করে পরিচয় করিয়ে দেওয়া দরকার নেই। কিন্তু এই বইটি লেখকের প্রথম গল্পগ্রন্থ। সঙ্গত কারণেই বইটি হয়ে উঠতে চলেছে পাঠকের জন্যে একটি সংগ্রহযোগ্য সংকলন।
Be the first to review “ছোটোগল্পে দেশভাগ”