জন্মান্তর, একটি সাদা পৃষ্ঠা

225.00

সমৃদ্ধ দত্তের প্রথম কবিতার বই।

তারপর মহানিমের শীর্ষে এসে বসবে আজানের শেষ সুর
মহানিম গম্ভীর ভারী, স্তুতিসাধক সমুদ্রের মতো দাম্ভিক
তুমি চন্দনার ডাকে উচাটন হয়েছিলে নিরীহ কৈশোরে
সেই প্রথম চিঠির দুশ্চিন্তায় ছিল মহানিমের ছায়া
তাই শুরুর প্রেমে ঘাস হতে চেয়েছিল তোমার ব্যথাশব্দ