সৃষ্টিসুখ থেকে প্রকাশিত অর্ণব ভট্টাচার্য-এর মজাদার ছড়ার বই নেপচুনে খেপচুন।
কোনও ছড়া মাছ ধরে পুকুরেতে ছিপে,
কোনও ছড়া মহাকাশে ছোটে স্পেসশিপে।
কোনও ছড়া রোবটের, ড্রাকুলার খোঁজে,
কোনও ছড়া সারাদিন ক্ষ্যাপামিতে মজে।
কোনও ছড়া রাজাগজা, কিম্ভূত কিছু,
কোনও ছড়া চলে আসে বাঘেদের পিছু।
সব ছড়া বিদঘুটে, মানে নেই মোটে,
লিখবার সময়েতে একসাথে জোটে!
এই বইয়ে এরকম ঠুসে ঠুসে ভরা,
নেপচুনি ছাঁদে লেখা খেপচুনি ছড়া।










Be the first to review “নেপচুনে খেপচুন”