মোহযাপন

99.00

সহেলী চক্রবর্তীর কবিতার সঙ্গে আলাপ করে নিন পাঠক –

ডাক

ঘোরলাগা চোখে রাত নেমে আসে ধীরে,
নামহীন একা দুঃখেরা জানলায়,
স্নানরঙা যত কথার আলাপ মীড়ে,
আদরের ডাক হাতছানি দিয়ে যায়।

ঠিক চিনে নিবি একদিন জানি তুই,
বুঝে যাবি ঠিক হারিয়ে ফেলা সে ভাষা,
সোহাগী রোদের উত্তাপ গায়ে শুই,
নাভিমূল থেকে জেগে থাকে ‘ভালোবাসা’।

বিষাদগাথা

এখনো তোমার কাছে রাখা
আধফোটা জোছনার আলো।
একবার ছুঁয়ে দেখো যদি-
আখরেরা কবিতা সাজালো।।

নতজানু বসে আছি আজও,
স্পর্শেরা স্মৃতি প্রত্যাশী,
মুছে ফেলা কবিতা জানালো-
সে আসলে বিষাদবিলাসী।।