হারানো জানালা
জানলাগুলো হারিয়ে গেছে, বন্ধ ঘরে অন্ধকূপ,
শরীর জুড়ে বৃষ্টি তবু, গলা আমার শুকিয়ে কাঠ,
এমনটা কি সবারই হয়, দূরভাষের যন্ত্র চুপ,
ভালোবাসা আসবে বলে, হাত বাড়িয়ে শূন্য মাঠ।
ঘুমের ঘোরে এলানো হাত খুঁজতে খুঁজতে ঘুমই তো নেই,
একলা ঘরের জানলাবিহীন স্বজনপোষণ বন্ধ দ্বার,
সন্দেহরা ঘুরতে বেরোয় পাড়ায় এবং বেপাড়াতেই,
সবার ঘরে টেলিভিশন, আমার ঘরে অন্ধকার।
Be the first to review “হেমন্তের হাওয়ায় ম্যাপল পাতারা”