তারপর একদিন—
মহামারি থেমে যাবে
মাঠে প্রান্তরে দৌড়ে বেড়াবে
শিশুদের দল— কোলাহলে মত্ত হবে
বহুদিনের অদেখা মুখের সারি—
মুখোমুখি হবে, স্পর্শ করবে
মুখ, হাত, নাক, চিবুক
নিঃশ্বাসে মিশে যাবে ভালোবাসার কথকতা
তারপর একদিন—
আবার দেখা হবে উন্মুক্ত চরাচরে—
নির্বিষ পৃথিবীর ব্যস্ততম চৌরাস্তার মোড়ে
আমার উন্মুক্ত ওষ্ঠ— চুম্বন করবে তোমার উন্মুক্ত ঠোঁটে
সারি সারি গাড়ি, বাস থমকে দাঁড়াবে—
যদিও ট্রাফিকের সিগন্যাল সবুজ তখন
ভয়হীন, পথে নেমে আসা মুখোশহীন মানুষের দল—
চিৎকার করে বলবে— স্বাধীনতা!
Be the first to review “কাল দেরি হয়ে যাবে”